Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জানুয়ারি ২০২৫

আপনার পোস্টপেইড বিল

মিটার রিডারদের মাধ্যমে সময়সূচি অনুযায়ী মিটার রিডিং সংগ্রহ করা হয় । তারা নির্দিষ্ট সময়ানুসারে মাসে একবার প্রতি গ্রাহকের বাড়ীতে বাড়ীতে গিয়ে রিডিং নেন । তারা মিটার কার্ড এ রিডিং লিখে রাখেন যা গ্রাহক প্রান্তে সংরক্ষিত থাকে এবং মিটার রিডিং বই এ রিডিং লেখেন যা ডেসকো অফিসে সংরক্ষন করা হয় এবং সেই মোতাবেক বিল করা হয়।

 

মিটার রিডিং এর সময়সূচী নিম্নরূপঃ

  1. এলটি (লো টেনসান) গ্রাহকঃ সাধারনত প্রতি মাসের ৫-২৫ তারিখের মধ্যে
  2. এলটিআই (লো টেনসান শিল্প) গ্রাহকঃ সাধারনত চলতি মাসের ২৬ থেকে পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে
  3. এইচটি (হাই টেনসান) গ্রাহকঃ সাধারনত চলতি মাসের ২৮ থেকে পরবর্তী মাসের ৩ তারিখের মধ্যে

 

আপনার বিদ্যুত বিল এর কপি তে যা যা থাকবেঃ

আপনার বিদ্যুত বিলে সবসময় তারিখ ও নিম্ন লিখিত তথ্য গুলি উল্লেখ থাকবে:

  • আপনার নাম ও ঠিকানা
  • ডেসকো হতে প্রদত্ত আপনার গ্রাহক অ্যাকাউন্ট নম্বর অথবা রেফারেন্স নম্বর
  • সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগের ঠিকানা
  • আপনার প্রদেয় টাকার পরিমান এবং নির্ধারিত সময়। নির্ধারিত সময় এর পরে পরিশোধের ক্ষেত্রে প্রদেয় টাকার (লেট পেমেন্ট চার্জ) পরিমান
  • আপনার মিটার এর গায়ে লিখিত মিটার নম্বর

আরো যা যা থাকেঃ

  • বিলিং পিরিয়ডঃ যে সময়ের মাঝে ব্যবহৃত বিদ্যুতের জন্য আপনি বিল পরিশোধ করছেন
  • বর্তমান ও পূর্ববর্তী মাসের মিটার রিডিং তারিখ সহ উল্লেখ থাকে এবং এর পার্থক্যের উপর চার্জ আরোপ করা হয়।
  • সর্বশেষ মাসে প্রদত্ত বিলের পরিমান

 

ডেসকো এর বিদ্যুত বা অন্য যে কোন ধরনের বিল প্রদানের ক্ষেত্রে নগদ টাকার লেনদেন গ্রহণীয় নয় ।