বিদ্যুতের ঘাটতি কমাতে আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চালু হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের বৃহৎ ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ইতোমধ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য দু’টি ইউনিটের কাজ শেষে হয়েছে। আজ সোমবার ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে কয়লা ভিক্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করবেন। এ কেন্দ্র থেকে বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হলে দেশের বিদ্যুতের ঘাটতি কিছুটা কমলে বলে মনে করছেন বিশিষ্টজনরা। একই সাথে উদ্বোধন করবেন দেশের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন। |