মিটার রিডারদের মাধ্যমে সময়সূচি অনুযায়ী মিটার রিডিং সংগ্রহ করা হয় । তারা নির্দিষ্ট সময়ানুসারে মাসে একবার প্রতি গ্রাহকের বাড়ীতে বাড়ীতে গিয়ে রিডিং নেন । তারা মিটার কার্ড এ রিডিং লিখে রাখেন যা গ্রাহক প্রান্তে সংরক্ষিত থাকে এবং মিটার রিডিং বই এ রিডিং লেখেন যা ডেসকো অফিসে সংরক্ষন করা হয় এবং সেই মোতাবেক বিল করা হয়।
মিটার রিডিং এর সময়সূচী নিম্নরূপঃ
এলটি (লো টেনসান) গ্রাহকঃ সাধারনত প্রতি মাসের ৫-২৫ তারিখের মধ্যে
এলটিআই (লো টেনসান শিল্প) গ্রাহকঃ সাধারনত চলতি মাসের ২৬ থেকে পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে
এইচটি (হাই টেনসান) গ্রাহকঃ সাধারনত চলতি মাসের ২৮ থেকে পরবর্তী মাসের ৩ তারিখের মধ্যে
আপনার বিদ্যুত বিল এর কপি তে যা যা থাকবেঃ
আপনার বিদ্যুত বিলে সবসময় তারিখ ও নিম্ন লিখিত তথ্য গুলি উল্লেখ থাকবে:
আপনার নাম ও ঠিকানা
ডেসকো হতে প্রদত্ত আপনার গ্রাহক অ্যাকাউন্ট নম্বর অথবা রেফারেন্স নম্বর
সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগের ঠিকানা
আপনার প্রদেয় টাকার পরিমান এবং নির্ধারিত সময়। নির্ধারিত সময় এর পরে পরিশোধের ক্ষেত্রে প্রদেয় টাকার (লেট পেমেন্ট চার্জ) পরিমান
আপনার মিটার এর গায়ে লিখিত মিটার নম্বর
আরো যা যা থাকেঃ
বিলিং পিরিয়ডঃ যে সময়ের মাঝে ব্যবহৃত বিদ্যুতের জন্য আপনি বিল পরিশোধ করছেন
বর্তমান ও পূর্ববর্তী মাসের মিটার রিডিং তারিখ সহ উল্লেখ থাকে এবং এর পার্থক্যের উপর চার্জ আরোপ করা হয়।
সর্বশেষ মাসে প্রদত্ত বিলের পরিমান
ডেসকো এর বিদ্যুত বা অন্য যে কোন ধরনের বিল প্রদানের ক্ষেত্রে নগদ টাকার লেনদেন গ্রহণীয় নয় ।
মোছাঃ মাকছুদা খাতুন ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সহকারি কমিশনার পদে যোগদান করেন।.......বিস্তারিত
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক
প্রকৌঃ জনাব মোঃ কাওসার আমীর আলী ১৯৮৪ সালের ২০ শে অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিউবোর্ড) সহকারী প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন....... বিস্তারিত