Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২২

বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় কর্তৃক ডেসকোর বাস্তবায়নাধীন স্ক্যাডা প্রকল্পের মিরপুরস্থ মেইন কন্ট্রোল সেন্টার পরিদর্শন


প্রকাশন তারিখ : 2021-12-18
 
বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয় জনাব মোঃ হাবিবুর রহমান অদ্য ১৮/১২/২০২১ তারিখে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড কর্তৃক বাস্তবায়নাধীন সুপারভাইজারী কন্ট্রোল এন্ড ডাটা একুজিশন(স্ক্যাডা) প্রকল্পের মিরপুরস্থ মেইন কন্ট্রোল সেন্টার পরিদর্শন করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পটি জুন ২০২২ এ সমাপ্ত হবে। প্রকল্পটির সমাপ্ত হলে ডেসকো'র আওতাধীন ৬৯ টি বৈদ্যুতিক উপকেন্দ্র স্ক্যাডা কন্ট্রোল সেন্টার হতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের লোড এর মান নিয়ন্ত্রণ, সময়ভেদে লোডের তারতম্য নির্ধারণসহ সিস্টেম ফল্টের স্বয়ংক্রিয় বিবরণ প্রস্তুত করা সম্ভব হবে। ফলে কেন্দ্রীয় ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাহকগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। পরিদর্শনকালে সচিব মহোদয় কে মিরপুরস্থ স্ক্যাডা মেইন কন্ট্রোল সেন্টার হতে খিলক্ষেতে অবস্থিত লেকসিটি উপকেন্দ্রের একটি ফিডার স্ক্যাডা অপারেশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ করে দেখানো হয়। সচিব মহোদয় স্ক্যাডা প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন ও পর্যালোচনা করেন এবং প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে সচিব মহোদয়ের সঙ্গে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোহা়ং সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ মহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মোঃ নুরুল আলম সহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাউসার আমির আলী, ডেসকোর নির্বাহী পরিচালক বৃন্দ, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এবং ডেসকো'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।