ডেসকো'র সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল (১৬-০৬-২০২৩ ইং) সন্ধ্যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ো বাতাসে গুলশান এভিনিউ ও ৬১ নং রোডে বড় আকারের গাছ উপড়ে পড়ে/অংশবিশেষ ভেংগে বিদ্যুৎ লাইনের উপর পড়ায় কয়েকটি স্থানে বিতরণ লাইনের তার ছিড়ে যায়। গ্রাহকগণের ভোগান্তি লাঘবে ক্ষতিগ্রস্ত বিতরণ লাইনের অংশটুকু আইসোলেট করে রেখে পার্শ্ববর্তী ফিডারের মাধ্যমে প্রথমে একটা অংশের (৬০%) বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের সহযোগীতায় গাছ অপসারনের পর অবশিষ্ট অংশের ছিড়ে যাওয়া তার জোড়া দিয়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েক ঘন্টা সময় লাগে। উক্ত সময়ে অত্র এলাকার সম্মানিত গ্রাহকগণ বিদ্যুৎবিহীন থাকায় ডেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ডেসকো'র সার্বিক কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
|