Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২৪

চেয়ারম্যান মহোদয়

 

ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে ২৬ জুন, ২০২৪ তারিখে যোগদান করেন। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ হতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। পরবর্তীতে তিনি একই প্রতিষ্ঠান হতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে। এ পদে থাকাকালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে সহাকারী কমিশনার (ট্যাক্স) হিসাবে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে জয়েন্ট কমিশনার পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর হিসাবে ডিপ্লোম্যাটিক মিশনে কাজ করেছেন। ২০১৮ সালে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। এ সময়ে তিনি বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি প্রেস্ট্রিজাস ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক নেগসিয়েশন মিটিং এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি প্রায় ৫০ টির ও বেশী দেশে ভ্রমন করেছেন। তিনি ডেসকোতে যোগদানের পূর্বে নর্দার্ণ ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছিলেন । বর্তমানে তিনি পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।